ম্যানচেস্টার টেস্টে স্মিথের ডাবল সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হোম অব ক্রিকেট খ্যাত লর্ডসে জফরা আর্চারের এক বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন স্টিভেন স্মিথ। ইনজুরি আক্রান্ত স্মিথ এর পরের টেস্টে খেলতে পারেন নি। কিন্তু এবার ম্যানচেস্টার টেস্টে একাদশে ফিরেই বুঝিয়ে দিলেন লাল বলের ক্রিকেটে কেন তিনি বিশ্বসেরা ব্যাটসম্যান। ম্যানচেস্টারের ওল্ড-ট্রাফোর্ডে একপ্রান্ত আগলে রেখে নিজের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে মাঠ ছেড়েছেন স্মিথ। ২১১ রানের রাজকীয় এই ইনিংসে ছিলো ২৪ টি চার আর ২ টি ছক্কা।

ওল্ড-ট্রাফোর্ডে গতকাল টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিসের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। কিন্তু এর পরে ম্যাচের চিত্র পাল্টে দেন স্টিভেন স্মিথ আর মার্নাস লাবুশানে। তাদের দৃঢ়তায় বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টির বাঁধায় প্রথম দিনে পুরো ওভার খেলা হয় নি। আজ দ্বিতীয় দিনে কাল ঠিক যেখানটায় শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেন স্মিথ। লাবুশানে ফিফটি করে ফিরে গেলেন স্মিথ ছিলেন তার স্ব-মহিমায়। অধিনায়ক টিম পেইনকে নিয়ে শত রানের পার্টনারশিপ গড়েন। পেইন ৫৮ রান করে ফিরে গেলেও স্মিথ তার সেঞ্চুরিকে রূপান্তরিত করেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিতে।

স্মিথের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৮৬/৮। মিচেল স্টার্ক ৫৩ ও লায়ন ২০ রানে অপরাজিত আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »