https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে গতকাল (মঙ্গলবার) মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং ইংল্যান্ড। এই ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরেছে খর্ব শক্তির আফগানরা। দলটির হারের চেয়ে বেশি আলোচনায় ছিল রশিদ খানের ৯ ওভারে ১১০ রান বিলানোর ঘটনাটি।
এদিকে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে আফগান ক্রিকেটাররা মারামারিতে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বিবিসির একটিস সূত্রমতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আফগান ক্রিকেটাররা পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে গেলে সেখানে আফগান ক্রিকেটারদের সাথে ছবি তোলা নিয়ে ভক্তদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়।
থমথমে পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় পুলিশকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘুনায় কোনো আফগান ক্রিকেটার মারামারিতে জড়িয়েছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।