ম্যাচ হারের কারন জানালেন মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। সাফল্যও পেয়েছে দুহাত ভরে। ভারতের বিপক্ষে ম্যাচ হার ব্যতীত বাকি পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অজিরা। এদিকে উইন্ডিজের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে করতে হত বিশ্ব রেকর্ড!

সেই রেকর্ড শেষ পর্যন্ত টাইগাররা করতে না পারলেও অজিদের মত শক্ত বোলিং বিভাগের বিপক্ষে লড়াই করে সংগ্রহ করেছে ৩৩৩ রান যা কিনা নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। অজিদের বিপক্ষে ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমি মনে করি আমরা ৩০-৪০ রান বেশি দিয়ে ফেলেছি প্রথম ইনিংসে। তাদের রান ৩৩০-৩৪০ হলে গল্পটা অন্য রকম হতে পারতো।’

দলের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক অসাধারণ ব্যাট করেছে। মাহমুদউল্লাহও দুর্দান্ত ছিল শেষের দিকে। ওয়ানডে ফরম্যাটে এটাই আমদের সেরা দল আমরা প্রথম থেকেই ইতিবাচক ছিলাম। শুরুতে সৌম্য আউট হবার পর তামিম-সাকিব জুটি গড়েছে। আসলে ৩৮১ রান অনেক বেশি হয়ে গেছে। ‘

‘যত কথাই হোক মূল কৃতিত্ব ওয়ার্নার ও দলের ব্যাটসম্যানদের দিতেই হবে। এখন মাদের বাকি থাকা সব ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »