সাজিদা জেসমিন »
আসরের সবচেয়ে কম সংগ্রহের কারণে আজ পরাজয় বরণ করতে হয়েছে খুলনা টাইগার্সকে। চট্টগ্রামের বোলিং তান্ডবে খুব দ্রুত একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় খুলনা টাইগার্স । যার ফলে খুব কম সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে মুশফিক বাহিনী। মুশি-রুশোর কার্যকরী ইনিংসেও আজ বড় সংগ্রহ আসেনি খুলনার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুব সহজেই টার্গেট পূর্ণ করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ হিসেবে উইকেটকে দায়ী করলেন মুশফিক। যদিও বা খুলনার ব্যাটিং অর্ডারের অন্যতম একজন রুশো গাইলেন ভিন্ন সুরে। ম্যাচে হারার কারণ হিসেবে খুলনার ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন রুশো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন – ‘হ্যাঁ এটা দুঃখ জনক যে উইকেট ব্যাটিং সহায়ক হলেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ব্যাট হাতে ভালো সংগ্রহের সুযোগও ছিলো। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’