ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে পাকিস্তান পৌঁছাবে টাইগাররা!

সানিউজ্জামান সরল »

ভিন্ন আবহাওয়া আর ভিন্ন পরিবেশে খাপ খাওয়াতে যে কারোরই কিছুটা সময় লাগে। হঠাৎ করে কেউ নিজের পরিচিত জায়গা ছেড়ে অপরিচিত জায়গায় পদার্পণ করলে, সেই জায়গা সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে; আগে ব্যায় করতে হয় নিজের ঝুলি থেকে কিছুটা সময়। তবে বাংলাদেশ দল যেন হাটলেন এর উল্টো পথে।

বর্তমান ক্রিকেটে সবগুলো দলই কোন দেশে সফরে গেলে, কিছুদিন সময় হাতে নিয়ে যায়। যাতে করে সেখানকার আবহাওয়া, পরিবেশ রপ্ত করা যায় সহজে। এতে সফরকারী দলটা কিছুটা হলেও সুবিধা পায়। তবে বাংলাদেশের পাকিস্তান সফরের ক্ষেত্রে দেখা গেল এর উল্টোচিত্র। ম্যাচ শুরু হওয়ার ১ দিন আগে পাকিস্তান পৌঁছাবে টাইগাররা।

 

এখন প্রশ্ন হচ্ছে, মাত্র ১ দিনের ব্যবধানে টাইগাররা কি পারবে লাহোর চিনতে? আর কেনই বা এত কম সময় হাতে রেখে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ? এর কারণ একটাই, পাকিস্তানের নিরাপত্তা শঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও, এখনো নিরাপত্তার সংশয়ে বন্দি পাকিস্তান। আর এই নিরাপত্তার কারণেই বাংলাদেশ পাকিস্তানে যাবে, ম্যাচ শুরু হবার মাত্র ১ দিন আগে।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা কম হয় নি। নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে সফরটি। সিরিজে ৩টি টি-টোয়েন্টি, ১টি ওয়ানডে ও ২টি টেস্ট অনুষ্ঠিত হবে। তবে এ সফর হবে তিনটি দফায়। এক কথায় ভেঙে ভেঙে। চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের ১ম টি-টোয়েন্টি। বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ তারিখ।

বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি দলঃ-

বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শোয়েব মালিক, আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনিন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, ও উসমান কাদির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »