https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার মাঠে নামতে যাচ্ছে উইন্ডিজ।
সিরিজ উদ্বোধনী ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল ৫ মে। ওই ম্যাচে উইন্ডিজ দল আয়ারল্যান্ডকে হারায় ১৯৬ রানে। শাই হোপ এবং জন ক্যাম্পবেলের দুর্দান্ত ব্যাটিংয়ে এই জয় পায় উইন্ডিজ। তাই আগামী ম্যাচেও ভালো কিছু করার আস্থা নিয়েই মাঠে নামবে ক্যারিবিয়ানরা।
উইন্ডিজের স্পটলাইটে থাকছেন ওপেনার শাই হোপ। বিরতি দিয়ে ফিরতে পারেন জন ক্যাম্পবেলও। অন্যদিকে বল হাতে আলো ছড়াতে পারেন শ্যানন গ্যাব্রিয়েল।
সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে হার এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে না পারা আয়ারল্যান্ড এই ম্যাচে কিছুটা পিছিয়েই থাকবে। উইন্ডিজের চেয়ে তুলনামুলক কম শক্তিশালী আয়ারল্যান্ড এই ম্যাচ জিততে পারলে অবশ্য হিসেব নিকেশের মধ্য দিয়ে টিকে থাকতে পারবে ফাইনালের লড়াইয়ে।
আয়ারল্যান্ডের স্পটলাইট থাকবে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের উপর। তাছাড়া আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়ান তো আছেনই। বল হাতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের হুমকির কারণ হতে পারেন ব্যারি ম্যাকার্থি।
দেখে নিন দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
আয়ারল্যান্ড: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, আন্ড্রু বালবিরুনি, লোরকান টাকার, কেভিন ও’ব্রায়ান, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মারটাঘ, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।
উইন্ডিজ: জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, জোনাথান কার্টার, সুনিল অ্যাব্রিস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।
শনিবার বিকেল ৩:৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।