https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের মুখ দেখেছে পাকিস্তান। প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে শোচনীয় পরাজয় বরণ করে নেয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রান পাহাড় গড়ে ১৪ রানে জয় পেয়েছে পাকিস্তান।
টানা ১১ ম্যাচ হারের পর জয় পাওয়ার ম্যাচে জরিমানার কবলে পড়তে হয়েছে পুরো পাকিস্তান দলকে। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের প্রতি সদস্যকে আইসিসির পক্ষ থেকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১০ শতাংশ। অন্যদিকে দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ।
এখানেই থেমে নেই, জরিমানা গুনতে হয়েছে দুই ইংলিশ ক্রিকেটারকেও। দুই ইংলশ ক্রিকেটার হলেন জেসন রয় ও অলরাউন্ডার জোফরা আর্চার। পাকিস্তানের ইনিংস চলাকালে মিস ফিল্ডিং হলে আপত্তিকর ভাষা ব্যবহার করেন রয়। ফলে তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১৫ শতাংশ। তাছাড়া পাকিস্তানের ইনিংস চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় আর্চারকে জরিমানা গুনতে হচ্ছে ম্যাচ ফির ১৫ শতাংশ।