ম্যাচ খেলতে পেরে নরকিয়ার ‘স্বস্তির নিঃশ্বাস’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আসরে দিল্লী ক্যাপিটালসের প্রথম ৯ ম্যাচে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অ্যানরিখ নরকিয়া। এক মাস আগে সেই ম্যাচে প্রোটিয়া এই পেসার ১৪ বল করে খরচ করেছিলেন ৩৫ রান! এরপর একাদশ থেকে বাদ পড়েন, চোটও হানা দেয়।

এবার দলে ফিরে ৪ ওভারে ৩৫ রানের খরচায় প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট শিকার করেন নরকিয়া।
তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। নরকিয়া জানালেন, একাদশে ফিরে বেশ স্বস্তিতে আছেন তিনি।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় নরকিয়া বলেন,”সত্যি বলতে মাঠে ফিরতে পেরে অনেক স্বস্তি লাগছে। আবারও খেলতে পেরে ভালো লাগছে, ছন্দ খুঁজে পাওয়াটাও স্বস্তির। চোট কাটিয়ে মাঠে ফেরা অনেক স্বস্তির। গত ম্যাচের পর থেকে ছন্দ খুঁজে পেরে কাজ করেছি এবং এখন আরও কাজ করতে হবে। তবে মাঠে ফিরে ভালো লাগছে।”

এ সময় নরকিয়া নিজের বোলিং পরিকল্পনা নিয়ে কথা বলার পাশাপাশি সতীর্থদের বোলিংয়ের প্রশংসা করেন।

তিনি বলেন,”চার-ছক্কা খেয়েও ঘাবড়ে যাই না। পরের বলে মনোযোগ রাখতে হবে। রানআপের সময় দুই ধরনের ভাবনা রাখলে হবে না। সফল হওয়ার সম্ভাবনা তখনই বেশি যখন আপনি আপনার পরিকল্পনার বিষয়ে স্পষ্ট। ছেলেরা দারুণ বল করেছে, বিশেষ করে শেষদিকে। চাপের মুখে সবাই শান্ত ছিল, এটা দেখে ভালো লেগেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »