সাকিবুল হাসান »
নানা সমালোচনা দিয়ে শুরু হচ্ছে বিশেষ সংস্করণের বিপিএল। ম্যাচের ২৪ ঘন্টা আগে বদলে গেল রংপুর রেঞ্জার্সের পরিচালক। প্লেয়ার ড্রাফটে দায়িত্ব পালন করা আকরাম খানের পরিবর্তে এবারের আসরে রংপুর রেঞ্জার্সের দায়িত্ব পালন করবেন বিসিবি আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ।
বঙ্গবন্ধু বিপিএলে বুধবার (১১ই ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রেঞ্জার্স। কিন্তু হঠাৎ করে ম্যাচের আগের দিন বদলে গেল রংপুর রেঞ্জার্সের পরিচালকের নাম। বিপিএল প্লেয়ার ড্রাফটে রংপুর রেঞ্জার্সের দল গুছিয়েছেন আকরাম খানে। কিন্তু হঠাৎ করে আগের দিন জানা গেল রংপুর রেঞ্জার্সের এবারের আসরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এনায়েত হোসেন সিরাজ।
ম্যাচের আগের দিন জার্সি উন্মোচন অনুষ্ঠানে রংপুর রেঞ্জার্সের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত হোসেন সিরাজ। ম্যাচের আগে হঠাৎ কেন পরিচালক পদে রদবদল এই বিষয়ে কথা বলেছেন রংপুর রেঞ্জার্সের নতুন পরিচালক এনায়েত হোসেন সিরাজ।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা ঘটনাচক্রে হয়েছে। যেহেতু আমি ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালের সত্ত্বাধিকারী, আমাদের দল যখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, সেখানে আমার তো ভূমিকা থাকবে। এই দলে আকরাম ছিল আর আমি ছিলাম রাজশাহীতে। আমাকে বোর্ড থেকে বলা হয়েছে আমি এখানে চলে আসব। আর ওখানে কে যাবে আমি জানি না।এখন আকরাম আমার সঙ্গেই আছে, সে থাকবে। যদি সে অন্য কোথায় স্থলাভিষিক্ত না হয়। যেহেতু সে দলটা বানিয়েছে।’