মারুফ ইসলাম ইফতি »
বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে আজ মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রাজশাহী রয়েলস ও সিলেট থান্ডার।সিলেট থান্ডারকে দিনের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চলমান বিপিএলে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে আসরের অন্যতম হট ফেভারিট রাজশাহী রয়েলস, আপর দিকে ব্যাক টু ব্যাক পরাজয় বরণ করে নিতে হয়েছে সিলেট থান্ডারকে।
মিরপুরে আজ দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাজশাহী রয়েলসের অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালির বিধ্বংসী স্পিন আক্রমনে শুরু থেকেই দিশেহারা ছিল সিলেট থান্ডারের ব্যাটসম্যানরা।
অভিজ্ঞ এই লেগ স্পিনার ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচায় তুলে নিয়েছেন প্রতিপক্ষের মুল্যবান ৩ উইকেট।যার কল্যানে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে সিলেট থান্ডার।
মাত্র ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহী রয়েলস ৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। বল হাতে প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া লেগ স্পিনার অলক কাপালীর হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।এর আগে চলমান বিপিএলের প্রথম ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছিলেন এই লেগ স্পিনার। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় তুলে নিয়েছিলেন ১ উইকেট।
তবে কি অভিজ্ঞ এই লেগ স্পিনারের প্রতি নজর দেওয়ার সময় এসেছে? একজন ধারাবাহিক লেগ স্পিনারের অভাব অনেক দিন ধরে বোধ করছে টিম বাংলাদেশ।অলক কাপালীর এমন ধারাবাহিক বোলিং নির্বাচকদের লাইমলাইট কিছুটা হলেও তার দিকে পড়বে তা অকপটে বলা যায়।অলক কাপালীর লক্ষ্য ধারাবাহিক ভাবে এইভাবে বল ব্যাট উভয় হাতে পারফর্ম করা।