মোস্তাফিজ শরিফুলের বোলিং তোপে ঢাকার স্বল্প পুঁজি

নিউজ ডেস্ক »

বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা।শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে মোস্তাফিজ শরিফুলের বোলিং তোপে অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। ১১৬ রানেই শেষ হয় ঢাকার ইনিংস, ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নামবে গাজী গ্রুপ চট্রগ্রাম।

 

 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চমক দেয় বেক্সিমকো ঢাকা, দুর্দান্ত খেলতে থাকা নিয়মিত ওপেনার নাঈম এর পরিবর্তে সাব্বিরের সাথে ওপেনিংয়ে পাঠায় অলরাউন্ডার মুক্তার আলীকে, তবে ঢাকার চমকপ্রদ পরিকল্পনা সফল করতে পারেনি দুই ওপেনার। তৃতীয় ওভারে শরিফুলের হতে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরেন সাব্বির। ওপেনিং জুটি ১৯ রানে ভাঙার পরে কোন রান যোগ হওয়ার আগেই ফিরে যান মোক্তার আলী।

 

 

তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নাঈম ও মুশফিক , তবে নবম ওভারে রাকিবুলের শিকার হয়ে ফিরে যান নাঈম।দলের খাতায় আরো ২৫ রান যোগ হতেই দলীয় ৭৫ এবং ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান অধিনায়ক মুশফিক।পরে ইয়াসির আলীর ২৪ ও আল আমিন জুনিয়রের ২৫ রানের ভিত্তিতে ১১৬ রান করতে সক্ষম হয় বেক্সিমকো ঢাকা।

 

 

চট্টগ্রাম অধিনায়ক ৬ জন বোলার ব্যবহার করেছেন, সাফল্য পেয়েছেন ৬ জনই। সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, ২ টি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।একটি করে উইকেট নিয়েছেন রকিবুল, নাহিদুল, মোসাদ্দেক ও সৌম্য সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »