মোসাদ্দেকের সাদামাটা বিশ্বকাপ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং অলরাউন্ডার। তবে স্পিন বোলিং এর চেয়ে মোসাদ্দেকের ব্যাটিংটাই বেশি কার্যকরী। তবে পার্ট টাইম বোলার হিসেবে বেশ‌ খ্যাতি আছে। খুব ইকোনমি দিয়ে বোলিং করার রেকর্ড আছে। এইবারের বিশ্বকাপে ইকোনমি ছিলো ৫.৯৭ যা ৬ এর নিচে। আর মোসাদ্দেকের পুরো ওয়ানডে ক্যারিয়ারের ইকোনমি ৫.২০। যা পার্ট টাইম বোলার হিসেবে যথেষ্ট ভালোই বলা যায়। তবে এবারের বিশ্বকাপের আগে মোসাদ্দেক স্কোয়াডে সুযোগ পাবেন এটা ভাবেনি কেউ। খুব অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়েছিলো মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে মোসাদ্দেক যে যোগ্য নন তা কিন্তু নয়। মোসাদ্দেক হোসেন সৈকতের বাংলাদেশ জাতীয় দলে ওয়ানডেতে অভিষেক হয় ১৬ই সেপ্টেম্বর ২০১৬ সালে আফগানিস্তানের সাথে। এই‌ সময়ে দল থেকে বাদ পড়েছিলেন মোসাদ্দেক। তবে এবারের বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে একটি সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিল মোসাদ্দেক হোসেন। তবে সকলের আরো বেশী নজড় কাড়েন বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে জেতানোর জন্য।

তো এবার দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের পারফরম্যান্স:

প্রথমে আসা যাক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিং পারফরম্যান্স:

ম্যাচ: ৭
ইনিংস: ৬
নট আউট: ০
রান: ১১৭
সর্বোচ্চ: ৩৫
গড়: ১৯.৫০
স্ট্রাইক রেট: ১০৬.৩৬
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ০
বাউন্ডারি: ১৩
ওভার বাউন্ডারি: ০

এবার মোসাদ্দেক হোসেনের বোলিংয়ের দিকে আসা যাক। দেখে নেয়া যাক কেমন ছিলো মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং পারফরম্যান্স:

ম্যাচ: ৭
ইনিংস: ৭
ওভার: ৩৬
মেইডেন: ০
রান: ২১৫
উইকেট: ৩
সেরা বোলিং ফিগার: ২/৩৩
গড়: ৭১.৬৬
ইকোনমি: ৫.৯৭
স্ট্রাইক রেট: ৭২.০০
৫ উইকেট: ০

মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিংয়ে যদি আসি তবে বলা যায় মোসাদ্দেক বোলিং ডিপার্টমেন্টে সফল ছিলেন। সবসময় বোলিংয়ে উইকেট নেয়াটা মুখ্য হয়না। ‌আর মোসাদ্দেক হোসেন সৈকত যেহেতু পার্ট টাইম বোলার তাই বলাই যায় তার ইকোনমি অনেক ভালো ছিলো। আর পার্ট টাইম বোলার হয়ে ইকোনমি ভালো রেখে বোলিং করাটা বেশ‌ ভালো বলা যায়। এইবারের বিশ্বকাপ ছিলো মোসাদ্দেকের ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ। তার প্রথম বিশ্বকাপে সে সফল ছিলো তবে কিছুটা সাদামাটা বলাই যায়। তবে মোসাদ্দেককে তার জায়গা ধরে রাখতে হলে অনেক লড়াই করতে হবে।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »