নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্পিন ট্রাক হিসেবে শারজাহ স্টেডিয়ামের খ্যাতি বেশ পুরনো। এই মাঠে খেলতে নামার আগে তাই যেকোনো দলের পরিকল্পনায় থাকে স্পিন উইনিট। তবে গতকাল এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে দল সাজায় বাংলাদেশ। বাজে ব্যাটিং এবং পেসারদের বাজে বোলিংয়ে ম্যাচ হারে বাংলাদেশ । তবে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঠগড়ায় শুধু ব্যাটসম্যানরা। বোলারদের দোষ দিতে নারাজ মোসাদ্দেক।
তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে ছিলেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। মোসাদ্দেক হোসেন সৈকত বলে হাত ঘুরালেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের অভাব ছিল স্পষ্ট। অন্যদিকে শেষদিকে বদান্যতা দেখিয়ে পেসাররা মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া করেন।
স্বভাবতই বাংলাদেশের ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজানোর বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। তবে দল ভাবছে, টিম ম্যানেজমেন্টের একাদশ গঠনের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। অন্তত সংবাদ সম্মেলনে এমন দাবিই করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের দাবি, আফগানিস্তানের মাপের স্পিনার বাংলাদেশে নেই বলেই তারা স্পিনারদের হাতে দায়িত্ব ছাড়তে চাননি।
তিনি বলেন, ‘বিশ্বের সবাই জানে আফগানিস্তানের স্পিন আক্রমণ কত শক্তিশালী। আমাদের ওরকম বিগ টার্নার নেই বা রিস্ট স্পিনার নেই। আমাদের সবাই অর্থোডক্স স্পিনার। এ কারণে ম্যাচ হেরেছি বা অমুক বোলারের জন্য ম্যাচ হেরেছি বিষয়টা এমন না। এখানে হার্ড লেন্থে খেলা অবশ্যই কঠিন।’
তাই মোসাদ্দেকের কাঠগড়ায় শুধুই ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট নয়। তার ভাষায়, ‘আমি মনে করি তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। ১২৭ রান নিয়ে আমরা যেভাবে লড়েছি, ভালোই ছিল। হেরে যাওয়ার পর মনে হয় এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো। আমার জায়গা থেকে মনে করছি সবই ঠিক ছিল। দল হিসেবে আমরা আজ খারাপ করিনি। ব্যাটিংয়ে ঐ রান কম না করলে বাকি সব কিছু ঠিকই ছিল।’