https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে অনুষ্ঠিত হয়ে গেল লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকার গঠনের এই নির্বাচনের ফলাফল শেষে জানা গিয়েছে পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিপুল ব্যবধানে এই জয়ের পর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি সেখানে বসেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদিকে। এক টুইট বার্তায় কোহলি লিখেন, ‘নরেন্দ্র মোদিজি, আপনাকে অভিনন্দন। আপনার হাত ধরেই ভারত অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। জয় হিন্দ।’
এদিকে তৃণমূল কংগ্রেসকে টানা দ্বিতীয়বার হারিয়ে রেকর্ড গড়া মোদিকে অভিনন্দন জানাতে ভুলেননি ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারও। শচীন শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘নরেন্দ্র মোদি এবং বিজেপির জয়ে প্রাণঢালা শুভেচ্ছা। নতুন ভারত গড়ার লক্ষ্যে পুরো দেশ আপনার সাথেই রয়েছে।’
টেন্ডুলকারের টুইটের প্রত্যুতরে নরেন্দ্র মোদি বলেন, ‘শুভ কামনার জন্য ধন্যবাদ শচীন। গত পাঁচ বছরে অনেক কাজ করেছি আমরা। দেশটা গড়ার জন্য আরও বহু কাজ করতে হবে। আমরা আমাদের নিষ্ঠা এবং সততা দিয়ে কাজ করব।’