মে-জুনে ডিপিএল, সাথে বদলাতে পারে ফরম্যাট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা প্রকোপ কাটিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনো মাঠে গড়ায় নি। ১২ দলের এই টুর্নামেন্ট আগামী মে-জুনের আগে নিশ্চিতভাবেই মাঠে গড়াচ্ছে না, এরপর মাঠে গড়ালেও বদলে যেতে পারে ফরম্যাট।

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর বিষয়ে বোর্ডের দায়িত্বশীলদের সাথে বৈঠক শেষে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গণমাধ্যমকে জানান প্রিমিয়ার লিগ আবার কীভাবে চালু করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি এ বিষয়ে বলেন,”প্রথমত বোর্ড গুরুত্ব দিয়েছে খেলোয়াড় এবং লিগ সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে কি না। আমরা ৩ দলের ওয়ানডে টুর্নামেন্ট করেছি, ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছি। কিন্তু প্রিমিয়ার লিগে করা কঠিন। কারণ এখানে ১২টি দল। দলগুলোকে কীভাবে পরিচালনা করা হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু ভ্যাকসিন এসে গেছে, আশা করছি দ্রুত খেলোয়াড়দের ভ্যাকসিন দিতে পারব। তাহলে খেলোয়াড়সহ সবার সুরক্ষা হচ্ছে।’’

তিনি আরও বলেন,’‘দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে। আলোচনা হয়েছে কীভাবে স্থগিত হওয়া লিগ সম্পন্ন করা যায়। প্রায় ৩ বছর পর ডিপিএলে জাতীয় দলের সবাই খেলছে। তারা আবার এখন আন্তর্জাতিক খেলায় ব্যস্ত। তাদেরকে বাদ দিয়ে টুর্নামেন্ট করাও কঠিন। এমন ২-১টা দল আছে যারা জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া একাদশই করতে পারবে না। টুর্নামেন্টের মাঝখানে তো দলবদলও করা যাবে না।সবকিছু মিলিয়েই আমরা একটি সূচি বের করার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে মে-জুনের আগে করতে পারছি না। ২৫-৩০ দিন সময় পেলেই মে-জুনে হবে। এ নিয়ে ক্লাবদের সাথে বসব। যদি ফরম্যাটও বদলাতে হয়, আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে করার চিন্তা করব। আমরা সব সুযোগ-সম্ভাবনা নিয়ে ভাবছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »