মেয়েদের বিগ ব্যাশে বাংলাদেশের দুই তারকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ছেলেদের মত খুব একটা বেশি ফ্র্যাঞ্চাইজি লীগ হয় না মেয়েদেরকে নিয়ে। তবে এখন অবশ্য মেয়েদেরকে নিয়েও ফ্র্যাঞ্চাইজি লীগের প্রচলন শুরএ হয়ে গেছে। আইপিএল কিংবা বিগব্যাশ অবশ্য চালু হয়েছে মেয়েদের জন্য। আইপিএলের থেকে অনেকটা বেশি জনপ্রিয় মেয়েদের বিগব্যাশ। এবারের বিগব্যাশের আসর শুরু হবে ১৮ ই অক্টোবর থেকে আর শেষ হবে ৮ ই ডিসেম্বর।

এবারের বিগব্যাশে দেখা যাবে বাংলাদেশের দুই মহিলা তারকা ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি। রুমানার জন্য এটি ২য় আসর হলেও প্রথম বারের মত যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি৷ এর আগে ২০১৭ সালে ব্রিসবেন হিটের হয়ে রুমানা আহমেদ ও মেলবোর্ন স্টার্সের হয়ে গিয়েছিলেন খাদিজা তুল কুবরা। সেবার কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তাদের দুজনের। এর আগের বার রুমানার সাথে খাদিজা তুল কুবরা গেলেও এবার যাওয়া হচ্ছে না।

এবারের বিগব্যাশে স্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে আর উইকেট রক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। পাকিস্তান সফরের জন্য শেষের দিকে না খেলেই ফিরতে হবে এই দুই তারকাকে। তাদের এমন সুযোগ টি-২০ বিশ্বকাপে নিঃসন্দেহে কাজে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »