মেলবোর্ন টেস্টে ভারতের বড় জয়

নিউজ ডেস্ক »

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। 

 

আগের দিনের ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরুতে ৬৭ রান যোগ করতেই শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। ফলে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৭০ রানের। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে আগারওয়াল ও পুজারাকে হারালেও শুভমান গিল ও অধিনায়ক রাহানের ৫১ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

 

এর আগে প্রথম ইনিংসে ১৯৫ রানে অলআউট হয় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানের দূর্দান্ত শতকে ৩২৬ রান করে সফরকারী ভারত। ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। বুমরাহ-অশ্বিনদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটসম্যানরা। ৯৯ রানে ৬ উইকেট হারালেও কামিন্স ও গ্রিনের ৫৭ রানের জুটিতে শেষ পর্যন্ত সিরিজে প্রথমবারের মতো ২০০ রান স্পর্শ করে অস্ট্রেলিয়া।

 

৪র্থ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৭০ রানের। ১৯ রানে দুই উইকেট হারালেও শুভমান গিল ও আজিঙ্কা রাহানের ব্যাটে মেলবোর্ন টেস্ট নিজেদের করে নেয় সফরকারী ভারত। সিরিজে ১-১ সমতা।

 

মেলবোর্নে ভারতের এটি ৪র্থ জয়। উইকেটের হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে বড় জয় ভারতের।

 

অস্ট্রেলিয়াঃ ১৯৫/১০ ও ২০০/১০

ভারতঃ ৩২৬/১০ ও ৭০/২

ফলাফলঃ ভারত ৮ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »