মেলবোর্ন টেস্টে বড় জয় অজিদের

সাজিদা জেসমিন »

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া জয়ের দিকে এগুতে শুরু করেছিল তৃতীয় দিনেই। ক্যামিন্সের তোপে ১৪৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তাদের পরাস্ত করে শুরু থেকেই যেন জয়ের রাস্তা তৈরি করেছিলো অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতে ১৬৮/৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অজিরা। দ্বিতীয়বারের মতো ৪৮৮ রানের বিশাল টার্গেট নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড।

চতুর্থ ইনিংস যেন অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠলো নিউজিল্যান্ডের কাছে। এ-ই চ্যালেঞ্জ পাড়ি দিতে হলে যে করতে হবে কঠোর সাধনা। সময় ও যে কম। ড্র করতে চাইলে ২টা দিন ক্রিজে লড়াই করে টিকে থাকা দরকার। কিন্তু দুর্ভাগ্য, দুটির একটিও পারলোনা নিউজিল্যান্ড। এমনকি চতুর্থ দিনটাই পেরিয়ে যেতে পারেনি।

শুরুর দিকে বাঁধা হয়ে দাঁড়ান প্যাটিনসন। ৩৫রান চলাকালীন তুলে নেন নিউজিল্যান্ডের ৩ ব্যাটসম্যান ( ল্যাথাম,উইলিয়ামসন,রস টেলর) – কে। চা বিরতির পর হারিয়ে বসে ৬ উইকেট। শেষ ধাক্কাটা আসে নাথান লায়নের কাছ থেকে। যদিও বা একপা থেকে একাই লড়াই চালিয়ে যান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্লান্ডেল। তৃতীয় টেস্টে উদযাপন করেছেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি।

তবে পাশে সাহায্যকারী হিসেবে পাননি কাউকেই। লায়নের স্পিন এট্যাকের তখন একের পর এক উইকেট হারিয়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড শিবির। নিউজিল্যান্ড কে থামতে হয় ২৪০ রানে। ২৪৭ রানের বিশাল ব্যবধানে জয়ের মালিক হয় অস্ট্রেলিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »