নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিশোরগঞ্জ-৬ আসনে থেকে টানা চতুর্থবারে মতো সংসদ সদস্য নির্বাচতি হয়েছেন বিসিব সভপাতি নাজমুল হাসান পাপন। প্রথমবারের মতো হয়েছে মন্ত্রী। বুহস্পতিবার (১১ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দেয়া হয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে পূর্ণ মন্ত্রী হওয়ার পর বিসিবির সভাপতির দায়িত্ব পাপনের জন্য বাড়িয় বোঝা হয়ে যাবে কিনা কিংবা আর সভাপতি থাকতে পারবেন কিনা।
বৃহস্পতিবার মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে পাপন জানিয়েছেন বিসিসির সভাপতির সঙ্গে মন্ত্রী হওয়ার কোনো সম্পর্ক নেই। পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রী হওয়ার) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কিনা।’
২০১৩ সাল প্রথমবারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে এবং সর্বশেষ ২০২১ সালে টানা চতুর্থ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন পাপন।
নিউজক্রিকেট২৪/আরএ