মুস্তাফিজ বন্দনায় আরাফাত সানি!

সাজিদা জেসমিন »

ফিজ দ্য কাটার মাস্টার, সময়ের সাথে যেন ভুলতে বসেছিলেন নিজের ফর্ম৷ হারিয়ে গেছিলেন কোথাও, মাঠে যেন আগের সেই ফিজকে আর খুঁজে পাওয়া যায়না। এ-ই নিয়েই যখন সবাই হতাশায় যে কোথায় গেলো আমাদের ফিজ? বিপিএল ও কাটছিলো হতাশায়। দর্শকমহলে চলছে নানান সমালোচনার ঝড়।

কিন্তু হঠাৎ যেন একটু আশার আলো দেখা দিলো। রংপুরের হয়ে ১০ রান খরচায় তুলে নিলেন ৩ উইকেট। গত ম্যাচেও নিয়েছেন ৩ উইকেট। আর এতেই যেন আশার বাণী খুঁজছেন অনেকেই। ফিজ কি তবে ফিরে আসছে চেনা রূপে? এমনটাও ভাবছেন অনেকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ আরাফাত সানিও প্রশংসা করলেন ফিজের। সানি বলেন – ‘ মুস্তাফিজ ভালো বোলার ছিলো সবসময়। মাঝখানে খারাপ সময় গিয়েছে এবং সে আবার কামব্যাক করেছে।’

মুস্তাফিজের ফিরে আসাকে দলের জন্য বাড়তি পাওয়া উল্লেখ করে সানি বলেন – ‘ চট্টগ্রাম পর্ব থেকেই মুস্তাফিজ ভালো করছে। গত দু’ম্যাচেও যথেষ্ট ভালো করেছে। সে পুরোনো রূপে ফিরেছে এটা আমাদের জন্য বাড়তি পাওনাও বটে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »