https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৪০তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৩১৪ রান।
টস জিতে ব্যাট করতে নামা ভারত দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল মিলে শুরুটা দারুণ করেন। এই দুই ওপেনার মিলে গড়েন ১৮০ রানের বিশাল জুটি। রোহিত শর্মা ৯২ বলে ১০৪ রান করে সৌম্য সরকারের বলে ফিরে গেলে বিচ্ছিন্ন হয় এই জুটি। অবশ্য রোহিত ফিরতে পারতেন ব্যক্তিগত ৯ রানেই যদি তামিম ক্যাচটা ফেলে না দিতেন। আরেক সেট ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফিরিহে দিয়ে টিম ইন্ডিয়াকে দ্বিতীয় ধাক্কা দেন রুবেল হুসেন। ৯২ বলে ৭৭ রান করা রাহুল রুবেলের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ম্যাচের মোড় অনেকটা ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৩৯তম ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ২৬ রানে ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। একই ওভারের এক বল পরে শূন্য রানে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়াকে। শেষের দিকে রিশাব পান্তের ৪৮ এবং মুহেন্দ্র সিং ধোনির ৩৫ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় ভারত।
বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। ৫৯ রানের বিনিময়ে কাটার মাস্টার নেন ৫টি উইকেট। এছাড়া সাকিব ১টি, রুবেল ১টি, সৌম্য নেন ১টি উইকেট।