https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলে বর্তমানে পেস কাণ্ডারি হিসেবে মুস্তাফিজুর রহমানের নামটা উপরের দিকেই থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে তার ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও নিজের অভিষেক ম্যাচ থেকেই খেলে যাচ্ছেন দুর্দান্তভাবে। তাই দলে জায়গা পেতে হলে নিজেকে প্রমাণ করার মত কিছু নেই।
আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজের নাম। ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে দলের সাথে অনুশীলন করলেও ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তাকে। এর কারন হিসেবে জানা যায় এখনও শতভাগ ফিট নয় তিনি। সাদা পোশাকের ক্রিকেটে লম্বা সময় ধরে বল করতে হবে। তাই তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না তিম ম্যানেজমেন্ট।
আফগানদের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে মিস করবেন টাইগারদের পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট। এমনটাই জানিয়েছেন তিনি। ‘মুস্তাফিজের মত বোলারকে কে মিস করবে না? অসাধারণ একজন বোলার সে। তাকে যদি আপনি মিস না করেন তাহলে আপনার মধ্যে অবশ্যই সমস্যা আছে! সবাই তাকে মিস করব কিন্তু ভালো দিকটাও আমার দেখতে হবে। যখন সে ইনজুরিতে থাকবে তখন ব্যাকআপ হিসেবে একজন ভালো বোলার লাগবে আমাদের।’
মুস্তাফিজকে নিয়ে বাড়তি সতর্কতার কথাও জানিয়েছেন পেস বোলিং কোচ। ‘তার হালকা চোট রয়েছে। আমরা তাই পূর্ব সতর্কতা নিয়েছি তার ব্যাপারে। কেননা সামনের দিনগুলোতে সীমিত ওভারের অনেক খেলা আছে। আগামী বছর টি-২০ বিশ্বকাপও আছে। আমরা তাই ওর প্রতি বিশেষ যত্ন নিচ্ছি। যাতে করে ওয়ানডে ও টি-২০তে তার সেরা পারফরম্যান্সটা পাই।’