মুস্তাফিজকে দেখলে লজ্জা পান আন্দ্রে রাসেল!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপেই প্রথমবারের মত খেলতে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের বিশ্বকাপ অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেট পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ নিতে পারেননি কোনো উইকেট। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে পরাজয়ের দিনও ছিলেন খরুচে। ফলে তানা দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্সে সমালোচকরা হাঁক ছাড়া শুরু করছিলেন।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে আন্দ্রে রাসেলকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে ম্যাচের টার্নিং পয়েন্ট সৃষ্টি করেছিলেন মুস্তাফিজ। রাসেলের সাথে অবশ্য মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা নতুন নয়। বিপিএলে মুস্তাফিজে বলে ক্রিজে লুটিয়ে পড়ার আইপিএলেও একই কায়দায় আউট হয়েছিলেন রাসেল। ফলে মুস্তাফিজের সাথে তার পরিচয়টা বেশ পুরনো।

বিশ্বকাপে রাসেলকে আউট করার পর মুস্তাফিজ জানান, ‘শুধু এবারই নয়, রাসেলকে এর আগে অনেকবার আউট করেছি আমি। আমাকে দেখলে লজ্জা পায় সে। আর এটাই কাজে লাগিয়েছি আমি। ওই সময় সবাই ঘাবরাতে শুরু করেছিল। আমাকে তখন বোলিং দেয়ায় আমি সর্বোচ্চ চেষ্টাটাই করেছি।’

সমালোচকদের নিয়ে মুস্তাফিজের ভাষ্য, ‘কে কি বলে সেটা দেখার দরকার নেই। আমি ঠিক থাকলেই হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »