মুসলিম ক্রিকেটারের গায়ে শ্যাম্পেন ঢেলে তুমুল সমালোচনায় এসেক্স!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে দিশেহারা, কাউন্টি ক্লাব এসেক্সের ক্রিকেটারদের শ্যাম্পেন উদযাপন এবার জন্ম দিয়েছে চরম বিতর্কের। মুলত এসেক্সের এই শ্যাম্পেন উদযাপনে মুসলিম সতীর্থ ফিরোজ খুশির গায়ে মদ ঢালার কারণে সমালোচনায় পড়েছে দলটি।

ইংল্যান্ড- অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সচরাচর জয়ের পর এইভাবে শ্যাম্পেন নিয়ে উদযাপন করতে দেখা যায়। তবে ইসলামের সংবিধানে মদ হারাম হওয়ায় মুসলিম ক্রিকেটাররা এই তরল পানীয় থেকে সবসময় দুরত্ব বজায় রেখে চলে। ইংলিশদের বিশ্বকাপ জয়ের পরও ইংলিশ ক্রিকেটাররা যখন শ্যাম্পেন নিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলো, তখন সরে যেতে দেখা গিয়েছিল ইংলিশ শিবিরের দুই মুসলিম ক্রিকেটার আদিল রশিদ ও মঈন আলীকে।

তবে এবার এসেক্সের উদযাপনে শ্যাম্পেন ছুড়াছুঁড়িতে
মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশিকেও যুক্ত করে সমালোচিত হয়েছে দলটি। চ্যাম্পিয়ন তকমা গায়ে মাখার পর, লর্ডসের বারান্দায় উদযাপনের এক পর্যায়ে উত্তেজনার বশে সেখানে উপস্থিত মুসলিম সতীর্থ ফিরোজ খুশির গায়েও শ্যাম্পেন ঢেলে দেয় এসেক্সের ক্রিকেটাররা! আর এতেই তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় দলটিকে। টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরনের জন্য এসেক্সেকে ধুয়ে দিচ্ছ্ব অনেকে।

চারদিক থেকে সমালোচনার শিকার হয়ে এক বিবৃতিতে এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এসেক্স।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »