মুশিকে নিয়ে আশাবাদী কলকাতার দেবাশীষ

সাজিদা জেসমিন »

পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় চলছে আইপিএল নিলাম। তালিকায় ফ্র্যাঞ্চাইজিদের বিশেষ অনুরোধে নেওয়া হয়েছিলো মুশফিকুর রহিমকে। কিন্তু প্রথম দফায় উইকেট কিপার ক্যাটাগরিতে অবিক্রীত থেকে গেছেন মুশফিকুর রহিম। এ নিয়ে সমর্থক মহলে যেমনি হতাশা বিরাজমান। তেমনি কলকাতার স্টার স্পোর্টস বাংলার একটি টক শোতে কলকাতার প্রখ্যাত ক্রীড়া-সাংবাদিক শ্রী দেবাশীষ দত্ত ও মুখ খুললেন মুশফিককে নিয়ে। মুশফিক অবিক্রীত থাকায় হতাশ হয়েছেন তিনি৷

নিলাম শুরুর পূর্বে প্রি-অকেশন টকশো তে তিনি মন্তব্য করেছিলেন – “উইকেট-রক্ষক দের তালিকা থেকে যেকোনো ফ্র‍্যাঞ্চাইজির হয়েই চোখবুজে ক্যারি’র আগে মুশির জন্য ঝাঁপাবো! মুশি ছাড়া তামিমেরও দলবদ্ধের আগেই উচিৎ ছিলো, কিন্তু দূর্ভাগ্যবশত তিনি এবারে নিলাম-তালিকায় নেই। আর অন্যথায়, বাইরের দিকে মার্জিত মাথাঘামানোর বিনিময়ে ঘরোয়া-তুর্কি পোড়েল বা ঈশ্বরণ দের ভেড়ালে কেকেআর এর শুভবুদ্ধি উদিত হতো।”

কিন্তু শেষ পর্যন্ত নিলামের প্রথম দফার ফলাফল শেষে অবিক্রীত রয়ে গেছেন মুশফিকুর রহিম। তবে এখনো আশা ছাড়ছেন নাহ দেবাশীষ। প্রথম দফায় অবিক্রীত থাকার পর মুশফিকুর রহিম কে নিয়ে দেবাশীষের মন্তব্য – “বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কোন নেতিবাচক ধারণা আছে কিনা জানিনা। তবে আমার মনে হয় মুশফিকুর রহিমকে নিলে সেটা হবে ঐযে লোকে বলেনা নবাব কিনলে আরাম ফ্রি। মানে সোফার সাথে বেড ফ্রি। উইকেটের পিছনে খেলে,সামনে খেলে। মারতে পারে, ধরতে পারে। সবচেয়ে বড় কথা যেটা হলো কি দুর্দান্ত ক্রিকেট ব্রেইন। আমার মনে হয় শেষের দিকে যদি আনসোল্ড দের নিয়ে আবার নতুন করে কম্পিটিশন করে তাহলে বোধহয় তাকে নিয়ে নিতে পারে। “

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »