দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে বাদ পড়বেন মুশফিকুর রহিম, ঠিক এমনটাই শোনা গিয়েছিলো সেদিন৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশেষ সূত্র থেকেই এমনটা জানা যায়৷
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গতকাল সিলেটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন বোর্ডের পক্ষ থেকে মুশফিককে কোনো প্রকার হুমকি দেয়া হয়নি।
নিরাপত্তা শঙ্কায় এবং পরিবারের অনিচ্ছা থাকায় পাকিস্তান সফরে যাননি মুশি। তবে বাংলাদেশ ঠিকই দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে৷ এবার তৃতীয় ও শেষ দফায় পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। এবার তৃতীয় দফা সফরেও অপারগতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম৷ আর এরই মধ্যে বোর্ডকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
তবে এবার মুশফিকের না যাওয়ার সিদ্ধান্তে নাকি খেপেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক এমনই এক গুঞ্জন শোনা যায় সোমবার রাতে। গতকাল এই ব্যাপারে নান্নু গণমাধ্যমকে বলেন, ‘আমরা কিছু সংবাদে দেখেছি মুশফিককে বিসিবি থেকে হুমকি দেয়া হয়েছে। এটা একদমই ঠিক নয়। আমরা আনুষ্ঠানিকভাবে তাকে জিজ্ঞেস করেছিলাম ও পাকিস্তানে যাবে কিনা। এজন্য টিম ম্যানেজমেন্ট ও আমরা একসাথে বসেছিলাম। সেখানে প্রধান কোচও ছিল। আর মুশফিক সরাসরি বলেছে সে যাবে না।’
নান্নু বলেন, মূলত মুশফিকের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্যই তাঁর সঙ্গে প্রধান নির্বাচক এবং কোচের বৈঠক হয়েছিলো। নান্নুর ভাষ্য ছিলো, ‘যেহেতু সামনে পাকিস্তান সফর আছে আমাদের আর সেটা এই সিরিজটার পরেই তাই সেই হিসাবে মুশফিককে আমরা ডেকেছিলাম। আসলে ওর নিশ্চয়তার জন্য। আর মুশফিক সরাসরি ওর সিদ্ধান্ত জানিয়েছিল। আর এই ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল।’