নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নাগপুরে সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশকে সিরিজ জয়ে মুশফিক ও রিয়াদের অভিজ্ঞতা ও সামর্থ্য বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
গত ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। শেষ দিকে রিয়াদের ২১ বলে ৩০ রানের ইনিংসে জয় নিশ্চিত করে বাংলাদেশের।
এদিকে আগামীকাল(১০ নভেম্বর) ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পর রাজকোটে ২য় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ব্যাটিং তান্ডবে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ফলে নাগপুরে সিরিজের তৃতীয় ম্যাচে সমীকরণ দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে।
ভারতীয় ক্রিকেটার হরভজনের মতে ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের নায়ক হতে পারেন মুশফিক। শুধু মুশফিক নয়, রিয়াদের প্রশংসা ও তার কন্ঠে।
হরভজন বলেন, ‘মুশফিক অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। স্পিন এবং পেস উভয় বলই তিনি দুর্দান্ত খেলতে পারেন। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের গুরু দায়িত্ব তার কাঁধেই। মাহমুদউল্লাহও একজন দারুণ ক্রিকেটার। সে বাংলাদেশের একজন ম্যাচজয়ী খেলোয়াড়।’