মুশফিক-রিয়াদকে পাপনের জরুরি তলব

সাজিদা জেসমিন »

আসন্ন বাংলাদেশ -পাকিস্তান সিরিজ নিয়ে দুশ্চিন্তা যেন থামছেই নাহ। বার বার দফায় দফায় আলোচনা আর পাল্টা সিদ্ধান্ত চলছে। এসব এখন গণমাধ্যমের মূল আলোচ্য বিষয়। কখনো বা কোচিং স্টাফ রাজি নন, আবার কখনো বা প্লেয়ার্সরা। তাই বিসিবি সভাপতি বার বার আলোচনায় বসছেন সবাইকে নিয়ে।

আজ কুমিল্লা বনাম খুলনার ম্যাচ শেষে মুশফিককে ডেকে নিয়ে যাওয়া হলো বিসিবির বৈঠকে। সাথে ম্যাচ থাকায় গেছেন মাহমুদউল্লাহ। পূর্বেই শোনা যাচ্ছিলো দুজন যেতে চান না পাকিস্তান সিরিজে। তাই হয়তো দফায় দফায় এতো আলোচনা। এইতো ডিসেম্বরের শেষের দিকেও দুজনের সাথে আলোচনায় বসেন বিসিবি সভাপতি।

সপ্তাহ ঘুরতে আবারো বসছেন আলোচনায়। বিষয়টাযে পাকিস্তান সিরিজ এটাতো স্পষ্ট। বিসিবির পক্ষ থেকে শুধু টি-২০ সিরিজের সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু এরপরও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যেতে চান না অনেকেই। এ নিয়ে বিসিবি যদিও বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরও শেষ ফলাফল কি হবে তার জন্য অপেক্ষা করা লাগবে বিসিবির বোর্ড মিটিং পর্যন্ত।

২০০৯ সালে হওয়া জঙ্গি হামলার পর থেকে দেশটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেট ফিরতে শুরু করেছে একটু একটু করে। তবে বাংলাদেশের সিরিজটি বেশ লম্বা সময় হওয়ায় অনেকেই রাজি নন সিরিজে যেতে।

ক্রিকবাজ থেকে প্রাপ্ত তথ্যমতে, মুশফিক রাজি হননি সিরিজে যেতে। দলের নির্ভরযোগ্য দুই মুখ মুশফিক এবং মাহমুদউল্লাহকে তাই হয়তো বিসিবি বসের দফায় দফায় এতো জরুরি তলব। সম্ভাব্য শেষ সিদ্ধান্ত আসবে আগামী ১২ই ডিসেম্বর বিসিবির বোর্ড সভার পর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »