মুশফিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম মিস করেন কেন উইলিয়ামসনের রান আউট। সাধারণ কোনো রান আউট করতে মিস করলে হয়তো এত আলোচনার জন্ম দিতেন না মুশফিক। খুব সহজ একটি রানআউট মিস করাতেই এক শ্রেণির ক্রিকেট ভক্তরা মেতেছেন তার সমালোচনায়।

তবে ক্রিকেটে এমন ভুল তো হতেই পারে বা এমন একটা-দুইটা ভুল খেলারই অংশ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার মুশফিকের এমন ভুল দেখছেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে।

বাশার বলেন, ‘বিশ্বকাপের কোনো ম্যাচে ভুল করলে সেখান থেকে ফেরার সুযোগ কম থাকে। এমনটা সবার ক্ষেত্রেই হবে। নিউজিল্যান্ডও ফিল্ডিংয়ে ভুল করেছে। বিশ্বকাপে বাড়তি চাপ থাকার কারণে কখনও কখনও ভুল হয়ে যায়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ইতিবাচকতা তুলে নিয়ে পরবর্তী ম্যাচে কাজে লাগানোর কথা বলে বাশার জানান, ‘গত ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক আছে নেয়ার মত। সেটা নিয়েই পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব আমরা। ভুল সবারই হয়। এসব নিয়ে চিন্তা করলে আসলে হয় না।’

পরবর্তিতে এমন ভুল হবে না বলে আশা প্রকাশ করার পাশাপাশি তিনি জানান মুশফিক দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়ার। ‘ও (মুশফিক) কিন্তু ভালো ক্যাচও ধরেছে। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়ার। একটা ভুল হয়ে গেছে, এটা খেলারই অংশ। পরের ম্যাচগুলোতে এসব ভুল আর হবে না আশা করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »