https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়ার মত দুর্দান্ত বোলিং করেছেন সবাই। তবে শুরুর দিকে কিউইদের চেপে ধরা এবং সাহসিকতার সাথে লড়াই করার পরও টাইগারদের এই হারে অনেকেই দায় দেখছেন মুশফিকের।
কেন উইলিয়ানসনের সহজ রান আউট মিস করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ওই সময় মুশফিক উইলিয়ামসনকে ফিরিয়ে দিতে পারলে ম্যাচের দৃশ্যপট মোড় নিতে পারতো বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন খেলায় এমন ভুল থাকবেই। এটা খেলারই অংশ হিসেবে দেখার কথাই বলছেন অনেকে। এবার মুশফিকের সেই রানআউট নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘মুশফিক তো আর উইকেট কিপিং প্রথম করছে না, এতদিন ধরে তো করছে। আমরা বহু ম্যাচ জিতেছি।’