মুশফিকের পর অবিক্রীত মুস্তাফিজ!

শোয়েব আক্তার »

ভার‌তের কলকাতায় চল‌ছে ফ্যাঞ্চাই‌জি ভি‌ত্তিক টি-২০ ক্রি‌কেট লি‌গের সব‌চে‌য়ে বড় আসর আইপিএ‌লের ১৩তম আস‌রের নিলাম।

বাংলা‌দে‌শি ক্রি‌কেটা‌রের ম‌ধ্যে নিয়‌মিত মুখ সা‌কিব আল হাসান ‌নি‌ষেধাজ্ঞার কার‌নে নিলা‌মে না থাক‌লেও পাঁচ জন বাংলা‌দে‌শি ক্রি‌কেটার র‌য়ে‌ছেন নিলা‌মে। তাঁরা হ‌লেন, মুশ‌ফিকুর র‌হিম, মুস্তা‌ফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সা‌ব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দীন।

ত‌বে মুশ‌ফিকুর র‌হি‌মের ম‌তো প্রথম ডা‌কে অবি‌ক্রিত থে‌কে গে‌লেন মুস্তা‌ফিজুর রহমান।
ফাস্ট বোলার সেট-২ তে নাম ছিল মুস্তাফিজুর রহমানের। তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ভারতীয় রুপি। প্রথম ডা‌কে ফি‌জের প্র‌তি আগ্রহ দেখায় নি কোন ফ্যাঞ্চাই‌জি।

আইপিএলে ২০১৬ ও ২০১৭ সা‌লে সানরাইজার্স হায়দ্রাবা‌দ এবং ২০১৮ সা‌লে মুম্বাই ইন্ডিয়ান‌সের হ‌য়ে খে‌লে ছি‌লেন মুস্তা‌ফিজ। প্রথমবার দূর্দান্ত পারফর্ম ক‌রে সানরাইজার্স হায়দ্রাবা‌দ কে চ্যা‌ম্পিয়ন হ‌তেই শুধু সাহায্য ক‌রেন নি, হ‌য়ে ছি‌লেন টুর্ণা‌মে‌ন্টে সেরা উদীয়মান তারকা।পে‌য়ে‌ছি‌লেন “কাটার মাস্টার” ও “দ্যা ফিজ” খেতাব।

আইপিএল এ মোট ২৪ ম্যাচ খে‌লে‌ছেন মুস্তা‌ফিজ। ২৮.৫৪ বোলিং গড়ে মুস্তাফিজের উইকেট সংখ্যা ও ২৪ টি। ইকোন‌মি রেট ৭.৫১। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।

২০১৯ সা‌লে আইপিএ‌লের ১২তম আস‌রে বি‌সি‌বি থে‌কে অনাপ‌ত্তিপত্র না পাওয়ায় নিলা‌মে অংশ নেওয়া হয় নি মুস্তা‌ফি‌জের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »