মুশফিকের দেড়শ, বাংলাদেশের লিড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাওয়ালাপিন্ডি টেস্টে পাকিস্তানের গড়া ৪৪৮ রানের জবাবে লিড পেয়েছে বাংলাদেশ। আজ ৪র্থ দিনের ২য় সেশনে ব্যাট করছে টাইগাররা। ৬ উইকেট হারিয়ে ৪৮০ রান সংগ্রহ বাংলাদেশের। লিড ২৮ রান। মুশফিক ১৫৯ ও মিরাজ ৪৯ রান নিয়ে ব্যাট করছেন।

 

এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রিজোয়ানের ১৭১ ও শাকিলের ১৪১ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২য় দিনে ২৭ রান সংগ্রহের পর গত কাল তৃতীয় দিনে সাদমানের ৯৩ রানের পাশাপাশি লিটন, মুশফিক, মোমিনুলের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে দিন শেষ করার পর আজ ৪র্থ দিনেও দূর্দান্ত ব্যাট করছে বাংলাদেশ। লিটন ৫৬ রান করে ফিরলেও মুশফিকুর রহিম ক্যারিয়ারের ১১তম টেস্ট শতক আদায় করেছেন।

 

৭ম উইকেটে মুশফিক ও মিরাজ ১৪৮ রানের জুটি গড়ে ব্যাট করছেন। মুশফিক ১৫৯ ও মিরাজ ৪৯ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড ৩২ রান। পাকিস্তানের সামনে বড় লিড দিতে পারলে এই টেস্টে পাকিস্তানকে পরাজিত করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »