মুশফিকের দুর্দান্ত ইনিংসও হার এড়াতে পারে নি খুলনার

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে গতকাল। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সকে ১২ রানে হারিয়েছে ঢাকা প্লাটুন।

ঢাকার দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। খুলনার হয়ে ওপেন করতে নামেন মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম বিপ্লব। তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাশরাফির শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিপ্লব। বিপ্লব আউট হলে মিরাজও সুবিধা করতে পারেন নি। দলীয় ২০ রানে ১৬ বলে ১৫ রান করে আউট হোন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বিপাকে পড়ে খুলনা। তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুশফিক ও জাদরান। দলীয় ১০০ রানে জাদরান ফিরে গেলেও চেষ্টা করে গেছেন মুশফিক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে মুশফিক তুলে নেন ফিফটি। ৩৩ বলে ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে হাসান মাহমুদের বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। শেষ পর্যন্ত খুলনার ইনিংস গিয়ে থামে ১৬০ রানে। আর ঢাকা পায় ১২ রানের জয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দলীয় ৪৫ রানে প্লাটুন শিবিরে প্রথম আঘাত হানেন খুলনার পেসার মোহাম্মদ আমির। ব্যক্তিগত ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। পরের ওভারে শফিউলের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন এনামুল হক। বিজয়ের পরে ৬২ রানের মাথায় ঢাকা প্লাটুন তৃতীয় উইকেট হারায়।

এর পরেই আরিফুলকে নিয়ে দারুণ এক পার্টনারশীপ গড়েন মমিনুল। ৫৬ রানের এই পার্টনারশীপে ম্যাচে ফিরে ঢাকা। ৩৬ বলে ৩৮ রান করে আউট হোন মমিনুল। মোমিনুল ফিরে গেলেও এর জন্য বেশি বেগ পেতে হয়নি ঢাকাকে। আসিফ আলী ও আরিফুল দ্রুত রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান। মাত্র ১৩ বলে আসিফ আলী ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা প্লাটুন: ১৭২/৪ ২০ ওভার (তামিম ২৫, মমিনুল ৩৮, আসিফ আলী ৩৯* ; আমির ২/২৭)

খুলনা টাইগার্স: ১৬০/৮ ২০ ওভার (মিরাজ ১৫, জাদরান ৩০, মুশফিক ৬৪, হাসান মাহমুদ ৪/৩২)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »