মুশফিকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে : ফ্রাইলিংক

মমিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ ভালোই জমেছে কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্সের মাঝে। ব্যাট হাতে রুশোর অপরাজিত ৭১ আর তাঁরই স্বদেশী রবি ফ্রাইলিংকের ১৬ রানে ৫ উইকেটের আগুনঝড়া বোলিংয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেলো খুলনা টাইগার্স। সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বল করা বেশ কঠিন। এছাড়াও রাইলি রুশোর মত অধিনায়ক মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন ফ্রাইলিংক।

১৬ রানে ৫ উইকেট নিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছেন ফ্রাইলিংক। এর আগেও দক্ষিন আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন। নিজের এমন বোলিংয়ে বেশ খুশি ফ্রাইলিংক আর এমন সাফল্যের কারন হিসেবে লাইন লেংথ অনুযায়ী বল করাকেই দেখছেন তিনি।

তিনি বলেন, ‘ শুধু এবারই নয় এর আগে দক্ষিন আফ্রিকায়ও আমি ১৬ রানে ৫ উইকেট নিয়েছি। খুব বেশি কিছু করিনি শুধুমাত্র সহজ ও বেসিক জিনিস গুলো করেছি। টি-টোয়েন্টির জন্য ভালো উইকেট ছিলো। শুধু লাইন লেংথ ঠিক রাখতে চেয়েছি। যদিও ওয়াইড দিয়ে শুরু করেছিলাম। তবে এমন ভালো শেষ করা সত্যিই আনন্দের। ‘

ব্যাট হাতে তেমন ভালো কিছুর দেখা এখনও না মিললেও বল হাতে বেশ ছন্দেই আছেন রবি ফ্রাইলিংক । এখন পর্যন্ত টুর্নামেন্টে ১০ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট যা কি না টুর্নামেন্টের চতুর্থ উইকেট সংগ্রাহক। আগের ম্যাচে অবশ্য ২০ রানে দুই উইকেট নিয়েছিলেন কিন্তু তার আগের ম্যাচেই ৫৮ রান দিয়ে বসেছিলেন। টি-টোয়েন্টি বল করা আর উইকেট পাওয়াটা বেশ কঠিন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘ টি-টোয়েন্টি ক্রিকেটে বল করা কঠিন। ৫৮ রানে ২ উইকেট পাওয়ার অভিজ্ঞতাও আছে আমার। বাংলাদেশের উইকেট বোলারদের সহায়তা করে। আমার ভাগ্য ভালো আমি পাঁচ উইকেট পেয়েছি আর দলের জয়েও অবদান রাখতে পেরেছি। ‘

অধিনায়ক মুশফিকের অধিনে গত আসরেও খেলেছেন আর এবারও খেলছেন। এবার অধিনায়ক মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। তিনি মনে করেন মুশফিকের কাছে থেকে অনেক কিছুই শেখার আছে।

তিনি বলেন, ‘ গত আসরে মুশফিকের সাথে আমি চট্টগ্রাম ভাইকিংসে খেলেছি। আমি ভালো করেই বুঝি সে কি চায়। আর সে খেলা সম্পর্কে বেশ ভালো জানে আর বুঝে। তাঁর কাছে থেকে অন্যদের অনেক শেখার আছে। ‘

তিনি আরও যোগ করেন, ‘ কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকে সে অনেক তথ্য দেয়। সে মাঠে বেশ ঠান্ডা থাকতে পারে। সে কতটা আবেগ দিয়ে ক্রিকেট খেলে তা ভাবতেই পারবেন না। সে সবাইকে একই সুতোঁয় গেঁথেছে। তাঁর অধিনে খেলতে পারা সত্যিই আনন্দের আর আমি তা বেশ উপভোগ করছি। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »