মারুফ ইসলাম ইফতি »
প্রথম ধাপে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ই জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।২৪,২৫ ও ২৭ জানুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ২৮ জানুয়ারি দেশে ফেরার কথা টাইগারদের।টাইগারদের এই সফরে
দলের সাথে যাচ্ছেন না টাইগার উইকেট কিপার ব্যাটসমান মুশফিকুর রহিম।ব্যক্তিগত কারন দেখিয়ে পাকিস্তান সফর থেকে অব্যাহতি নিয়েছেন এই ক্রিকেটার।মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়ার প্রধান কারন হিসেবে মুশফিক জানিয়েছেন নিরাপত্তা শঙ্কাকে।
নিরাপত্তাকে ইস্যু করে মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিক ভাবে মানতে নারাজ পাকিস্তানী সমর্থক ও মিডিয়া।মুশফিকের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে সমর্থকরা।
অযোক্তিক মন্তব্যে ঘেরা হজারখানেক টুইট ও ফেসবুক পোস্ট বার্তায় মুশফিকের সমালোচনায় বিভোর ছিল পাকিস্তানিরা।সমালোচনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তারা যুক্তি দাঁড় করেয়েছে পাকিস্তানে সদ্য এসে ঘুরে যাওয়া বৃটিশ প্রিন্সের পাকিস্তান সফরকে।তারা এই ব্যাপারে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানায়ঃ বৃটিশ প্রিন্স যদি পাকিস্তানকে নিরাপদ মনে করে পাকিস্তানে আসতে পারে তাহলে মুশফিকের কি সমস্যা?
এছাড়া অনেকে সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরকে যুক্তিতে দাঁড় করিয়ে বলেনঃ শ্রীলঙ্কা এসে খেলে গেছে আর নিরাপদে দেশে ফিরে গেছে,তাহলে মুশফিকের ভয় কোথায়? পাকিস্তানে না আসাটা মুশফিকের বাজে সিদ্ধান্ত।
এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পাকিস্তানী কর্তৃক মুণ্ডপাত হচ্ছে মুশফিকের।তবে এই ব্যাপারে এখনো পুরনো সিদ্ধান্তে অটল মুশফিক।পাকিস্তানের মাটিতে কোন সফরেই তিনি যাবেন না বিসিবিকে অগ্রিম জানিয়ে রেখেছেন মুশফিক।