নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেকে আলো ছড়ালেন নুর আহমাদ। দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেন রাখলেন আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার। ব্যাট হাতে ঝড় তুললেন রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রাভিন্দ্রা। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের অষ্টাদশ আসরে পথচলা শুরু করল চেন্নাই।
এমএ চিদামভারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মার (০) উইকেটে হারায় মুম্বাই। এরপর রাইয়ান রিকেলটন (১৩), উইল জ্যাকস (১১), সুরইয়াকুমার যাদভ (২৯), রবিন মিনজ (৩) ও তিলক ভর্মা (৩১) আউট হলে ৯৬ রানে ৬ উইকেট হারায় মুম্বাই। শেষ দিকে দিপক চাহারের অপরাজিত ১৫ বলে ২৮ রানের ইনিংসের কল্যাণে ৯ উইকেটে ১৫৫ রান স্কোর বোর্ডে জমা করে মুম্বাই। চেন্নাইয়ের নুর আহমেদ ৪টি ও খলিল আহমেদ ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের রাহুল ত্রিপাথির উইকেট হারায় চেন্নাই। দ্বিতীয় উইকেটে রাচিন রবিন্দ্র ও রিতুরাজ গায়কোয়াট ৬৭ রান জুটি গড়েন। ২২ বলে ফিফটি তুলে নেন গায়কোয়াট। ২৬ বলের ৫৩ রান করে গায়কোয়াট আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর শিভম ডুবে (৯), দিপক হুদা (৩) ও স্যাম কারান (৪) আউট হলে ১১৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই।
রবিন্দ্র জাদেজা ও রাচিন রবিন্দ্রর ষষ্ঠ উইকেটে ২৭ বলে ৩৬ রানে জুটি এই চাপ কমিয়ে দেয়। জাদেজা ১৭ রান করে আউট হন। ৪২ বলে ফিফটি তুলে নেন রাচিন। ১৯.১ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে জয় নিশ্চিত করে চেন্নাই। রাচিন ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের ভিগনেশ পুথুর ৩টি উইকেট নেন।
আরএ /নিউজক্রিকেট২৪