চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »
বঙ্গবন্ধু বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে আজ লড়ছে শেষ চার নিশ্চিত করা দু’দল ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্স। বলতে গেলে নিয়ম রক্ষার ম্যাচও বটে এটি। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে ঢাকা।
ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে ক্রিজে আসেন মুমিনুল হক। নিয়মিত ওপেনার না হলেও ব্যাট হাতে দলকে একাই টেনেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৯ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ৪ ছক্কার পাশাপাশি চার মেরেছেন ৭ টি।
এছাড়াও টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন তরুণ ক্রিকেটার মেহেদি হাসান। ৩৬ বলে ৫৮ রানের দানবীয় ইনিংস খেলেন অপরাজিত মেহেদি। সেই সাথে ৪ উইকেটের বিনিময়ে খুলনাকে ২০৫ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঢাকা।
খুলনার ফ্রাইলিংক ২ টি এবং একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম। ৪ ওভার বল করে ৫০ রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার শফিউল।