মুমিনুল দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। যদিও ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। সেইসাথে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

পঞ্চম দিন শুরু করে হাতে সাত উইকেট নিয়ে। এদিন কেশব মহারাজের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ডারবানের কিংসমেডের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড করে অলআউট হয় বাংলাদেশ।

ম্যাচশেষে ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে মুমিনুল বলেন,”আমরা বলের মেরিট অনুসারে খেলার চেষ্টা করেছিলাম। আমরা চেয়েছিলাম শেষ সেশন পর্যন্ত খেলতে। দূর্ভাগ্যবশত, গতকাল বিকেলেই আমরা তিন উইকেট হারিয়েছিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা স্পিন খেলতে অভ্যস্ত। আমরা এটাও জানি ডারবানে তৃতীয়-চতুর্থ দিন থেকেই স্পিন হওয়া শুরু করে। আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। আমরা অনেক আলগা শট খেলেছি। প্রথম ইনিংসে আমরা ভালো করেছিলাম। আমাদের বোলাররা দুই ইনিংসেই ভালো করেছে। গত দুই টেস্টেই আমাদের পেস বোলিং বিভাগ ভালো করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »