মুমিনুল’দের জন্য লাল মাটির উইকেট তৈরি করছে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি মিশন শেষে এখন টেস্টের জন্য তৈরি হচ্ছে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে ভারতের লক্ষ্য এখন টেস্ট। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। তাই বাংলাদেশকে আটকাতে ভালো ভাবেই প্রস্তুতি নিচ্ছে ভারত।

মুমিনুলদের জন্য এখন লাল মাটির উইকেট তৈরি করছে ভারত। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া ইন্দোরের উইকেটে হবে লাল মাটির। তাছাড়া থাকবে ঘাস, বুঝাই যাচ্ছে ভারতের পরিকল্পনা কেমন হবে?? অর্থাৎ মুমিনুল’দের পেস আক্রমণের সঙ্গে লড়তে হবে। পূর্বে ভারত স্পিন সহায়ক উইকেট করলে ও দেশটি এখন পেস অ্যাটাকে এগিয়ে। তাই বাংলাদেশকে কাবু করতে পেস সহায়ক উইকেট তৈরি করছে লাল মাটিতে।

লাল মাটির উইকেট প্রসঙ্গে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সমান্দার সিং চৌহান জানিয়েছেন, ‘আমি চার বছর ধরে এ মাঠের উইকেটে লাল মাটি ব্যবহার করেছি। যেখানে বাউন্স হবে অনেক, যা পেসারদের জন্য সহায়ক।’ তাছাড়া তিনি ব্যাটসম্যানদের সুবিধা সম্পর্কে ও জানান, ‘মাঝে মাঝে টার্ন থাকলেও স্ট্রোক খেলা ব্যাটসম্যানরা উইকেট থেকে ফায়দা তুলে নিতে পারবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »