মুদ্রা নিক্ষেপে জয়ী হয়ে ফিল্ডিংয়ে উইন্ডিজ, দেখে নিন দুই দলের একাদশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ ও পাকিস্তান। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই খারাপ সময় যাচ্ছে সরফরাজের দল পাকিস্তানের। পুরো বছর জুড়েই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ সিরিজ হার দিয়ে শুরু করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ঘরের মাঠেই। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও একই পরিণতি বরণ করেছে তারা। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে গিয়ে ষোলোকলা পূর্ণ করেছে পাকিস্তান দল। সেই হারের বৃত্ত থেকে বের হতে চাইলে উইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

অন্যদিকে ক্রিস গেইল, আদ্রে রাসেলদের নিয়ে গড়া উইন্ডিজ দল যে নিজেদের দিনে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারেনি উইন্ডিজ। দুই দলের তিন বারের মুখোমুখিতে ক্যারিবিয়ানদের হার তিন বারই। ত্রিদেশীয় সিরিজ শেষে উইন্ডিজের বিশ্বকাপের তাবুতে যোগ দিয়েছেন অভিজ্ঞ ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে তুলকালাম কাণ্ড দেখিয়েছেন রাসেল সেটার প্রভাব ছিল প্রস্তুতি ম্যাচেও। তাই পাকিস্তানের বিপক্ষেও ধারাবাহিকতা দেখা যেতে পারে।

এক নজরে দেখে নিন দুই দলের একাদশ-

পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।

উইন্ডিজ: ক্রিস গেইল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, ওশনে থমাস, অ্যাশলে নার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »