মুজিবীয় শতবর্ষের একদিন পূর্বেই সাঈদুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ প্রতিনিধি »

বাকেরগঞ্জ উপজেলার সকল সর্বসাধারণের প্রতি মুজিবীয় শত বছরের শুভেচ্ছা ও সারাবিশ্বের মহামারী করোনা ভাইরাস থেকে রোগমুক্তি কামনায়, বাকেরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জ পৌরসভা বারবার নির্বাচিত মেয়র লোকমান হোসেন ডাকুয়া “সাঈদুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন।

 

 

 

তিনি আরো বলেন মানুষ মানুষের ভিতরে গুজব ছড়িয়ে একটি আতঙ্ক তৈরি করা একটি বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। তবে সকল সর্বসাধারণ সুস্থ থাকার জন্য সেনিটেশন পদ্ধতি পরিষ্কার-পরিচ্ছন্নতা, শান্তিপ্রিয় ধর্মচর্চা এবং খেলাধুলা সংস্কৃতির চর্চা মানুষকে সব সময় ভালোর দিকে ধাবিত করতে পারে।

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার মহান রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সোনার বাংলাদেশ গড়ার অবশ্যই অব্যাহত থাকবে। বাকেরগঞ্জ উপজেলা সহ তথা দক্ষিণবঙ্গের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গ হবে একদিন পর্যটনের অপার সম্ভাবনার দৃশ্যপট আমার এলাকার যুবকেরা শত ভালো কিছু করতে চাইলে আমি তাদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে পাশে গিয়ে দাঁড়াবো। মুজিবীয় শতবর্ষের শ্রদ্ধা নিবেদনে বাকেরগঞ্জ পৌরসভা কে বর্নিল সাজে সাজিয়েছি বিশ্ব যখন করোনা ভাইরাস নামক মহামারীতে আক্রান্ত বিশ্বের এই ক্লান্তিকালে সমবেদী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবার্ষিকী অনুষ্ঠানটি আপাতত স্থগিত রেখে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাই আমরা জনসমাগম থেকে বিরত থেকে মহামারী মোকাবেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা প্রস্তুত রয়েছি। বাকেরগঞ্জ বার আউলিয়ার পূণ্যভূমি মহান আল্লাহতালা চাহেনতো বাকেরগঞ্জের মানুষ শত দুর্যোগেও অবশ্যই নিরাপদ থাকবেন।

সাঈদুর রহমান স্মৃতি ক্রিকেট ২০২০ই ফাইনাল খেলাটি রঙ্গশ্রী ইউনিয়ন কালিগঞ্জ বাজার রোডস্থ জুবায়দা ফিলিং স্টেশন সংলগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটিতে বিজয়ী দল হিসেবে প্রথম পুরস্কার ৪২-ইঞ্চি এলইডি টেলিভিশন গ্রহণ করেন কালিগঞ্জ ভিক্টোরিয়া। রানার্স আপ দল আল মদিনা একাদশ।

 

 

 

উক্ত ফাইনাল খেলা টি তে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভা, মিজানুর রহমান মিজান ভাইস চেয়ারম্যান বাকেরগঞ্জ উপজেলা, বশির উদ্দিন সিকদার চেয়ারম্যান ১২-নং ইউনিয়ন, আবুল হোসেন খলিফা দপ্তর সম্পাদক আওয়ামী লীগ বাকেরগঞ্জ উপজেলা, শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, ছাত্রনেতা মুশফিকুর রহিম দোলন ও খাজা প্রমুখ। এছাড়াও অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »