নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েকদিন আগেই ১০০তম জিতেছেন তিনি। এবার মিয়ামি ওপেনের শিরোপা জিতে ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। চতুর্থ মায়ামি শিরোপা জেতার পথে ফাইনালে হারিয়েছেন ইসনারকে। ফেডেক্সের জয় সরাসরি সেটে।
প্রথম সেটে ইসনারকে দাঁড়াতেই দেননি। শুরু থেকে দাপট দেখিয়েছেন। সার্ভ, ফোর হ্যানের কারিশমাতে প্রথম সেটে ৬-১ গেইমে জিতে নেন ফেদেরার। দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ানোর আভাস দেন জন ইসনার। তবে সফল হননি।
ফেদেরারের সামনে সেট হারতে হয়েছে ৬-৪ গেইমে। এবছরে তিন নম্বর শিরোপা সুইস তারকার। ৩৭ বছর বয়সেও এমন ধারাবাহিকতায় খুশি ফেদেরার। তিনি বলেন, “অসাধারণ একটি সপ্তাহ গেলো। এই মুহূর্তে সত্যি খুব আনন্দ লাগছে। এখন আমার স্বপ্ন বছরের বাকি তিন শিরোপার দিকে।”