মিসবাহর পর ক্ষোভ ঝাড়লেন পিসিবি সভাপতি

সাজিদা জেসমিন »

এফটিপি অনুযায়ী জানুয়ারির শেষের দিকে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের। কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান, সেক্ষেত্রে নিরাপত্তার ইস্যুতে টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্ট খেলতে রাজি নয় বিসিবি৷ কয়েকদিন আগেই বিসিবি এ-ই ব্যাপারে একটা তরফা সিদ্ধান্ত জানিয়েছেন।

বিসিবির এমন সিদ্ধান্তে পাকিস্তান বোর্ড সহ ক্রিকেটারগণ নাখোশ। তাদের মন্তব্য শ্রীলঙ্কার বিরুদ্ধে কোন ঝামেলা ছাড়াই সিরিজ আয়োজন করেছে পিসিবি। এছাড়াও বাংলাদেশ অনুর্ধ্ব -১৬ এবং বাংলাদেশ মহিলা দল কিছুদিন আগেই সফর করে এসেছেন পাকিস্তানে পূর্ণ নিরাপত্তার সাথে।

এরপরও বিসিবির এমন মন্তব্যকে পাকিস্তানের প্রতি অবিচার ভেবে ক্ষোভ ঝাড়লেন প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ উল হক। এছাড়াও পিসিবি সভাপতি এহসান মানি বলেন – ‘বাংলাদেশ মহিলা দল এবং অনূর্ধ্ব ১৬ দল পাকিস্তান সফর করে ভালোভাবেই দেশে ফিরে গেছে। তাই আমরা চাই না তাদের মনে পাকিস্তানে খেলার ব্যাপারে কোন সন্দেহ থাকুক।’

টেস্ট সিরিজ খেলতে না যাওয়ার কারণ হিসেবে বিসিবির যুক্তি ছিলো বাংলাদেশ দলের দীর্ঘ সময় ধরে পাকিস্তানে অবস্থানের বিপক্ষে বিসিবি। ইতিপূর্বে কোন দলই এত দীর্ঘ সময় পাকিস্তানে অবস্থান করেনি। শ্রীলঙ্কা ও তাদের মূল দল পাঠায়নি সেখানে।

এক্ষেত্রে এহসান মানি মনে করেন নিরাপত্তা ইস্যু নিয়ে পাকিস্তানে কোন সমস্যা হওয়ার কথা নয়। পাকিস্তানের ম্যাচসমূহ এখন থেকে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তিনি বলেন –
‘বাংলাদেশ কিংবা অন্য যেকোনো দলের বিপক্ষে পাকিস্তানের ভবিষ্যত ম্যাচগুলো এখন থেকে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। আমি এখনো বিশ্বাস করি, বিসিবি এই ব্যাপারটি আবার ভেবে দেখবে এবং নিশ্চিত হবে যে পাকিস্তানের সফর না করার মত কোন কারণ নেই।’

দুইটি দলই এখন ভিন্ন সিদ্ধান্তে অটল। এর মাঝে শিথিলতা না আসলে হয়তোবা বাতিল হতে পারে সিরিজ। এই সিরিজ বাতিল হলে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে পাকিস্তান। কেননা এই সিরিজ না হলে ২০২০ সালে গ্রীষ্মের আগে আর টেস্ট ম্যাচ পাবেনা পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »