নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একটা খেলোয়াড়ের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য বা স্বপ্ন জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রতিনিধিত্ব করা। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো কার স্বপ্ন দেখে থাকে। কিন্তু জাতীয় দলে প্রবেশ করতে একজন খেলোয়াড়কে অনেক পরিশ্রম করতে হয় নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে হয়। এবার ঠিক সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পেসার ইয়াসিন আরাফাত মিশুর।
আসন্ন আফগানিস্তান জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়োগ আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বড় চমক হচ্ছে পেসার ইয়াসিন আরাফাত মিশু। চমক তো বটেই। যেখানে টি-টোয়েন্টির জন্য সবচেয়ে বেশি আলোচনাতে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার ইয়াসির আলী রাব্বি। সেখানে মিশু সুযোগ পেয়ে গেলেন। এমনকি আজ ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সুযোগ পেয়েছেন তিনি।
হয়তো এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে ইয়াসিন আরাফাত মিশুর। মূলত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুইটি ম্যাচের জন্য ডাক পেয়েছেন তিনি।
ইয়াসিন আরাফাত মিশুর একটি বড় পরিচয় হচ্ছে নোয়াখালী থেকে জাতীয় দলে ডাক পাওয়া প্রথম ক্রিকেটার তিনি। গত প্রিমিয়ার লীগে এক ম্যাচে ৮ উইকেট নিয়ে তাকে লাগিয়ে দেন। আর এতেই বিসিবির নজরে আসেন তিনি।
মিশুর এই পর্যায়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের। এটি মিশু নিজেই জানিয়েছেন। মিশু বলেছেন, ” আমার মা আমাকে সবসময় বলত যে ক্রিকেটার যদি হতেই হয় তবে মাশরাফির মতোই ক্রিকেটার হবি।”
তিনি তার ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ” আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য।”
প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের ঘোষিত স্কোয়াড:
সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, সাব্বির রহমান, নাইম শেখ, ইয়াসিন আরাফাত মিশু, সুমন খান, আরিফুল হক, সাব্বির হোসেন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও জাকির আলী
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধি), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, ,মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসাইন ধ্রুব, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসির আরাফাত মিশু ও তাইজুল ইসলাম।