মিরাজ-সাকিবে বিধ্বস্ত ক্যারিবিয়ানরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে সিরিজের ২য় ওয়ানডেতে মিরাজ-সাকিবদের ঘূর্নিতে ১৪৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। মিরাজের ক্যারিয়ার সেরা ফিগার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আগের দিনের মতোই শুরুতেই একই ভাবে আম্ব্রিসকে তুলে নেন মুস্তাফিজ। ২য় উইকেটে অভিষিক্ত কিয়র্ন ওটলের ব্যাটে ভালো সম্ভাবনা পায় ক্যারিবিয়ানরা। দলীয় ৩৬ রানে একই ওভারে ওটলে ও উইকেটরক্ষক জসুয়া ডি সিলভাকে নিজের শিকার বানান মেহেদী মিরাজ। পরের ওভারেই ম্যাকার্থিকে বোল্ড করে নিজের প্রথম শিকার বানান সাকিব। এক ওভার না যেতেই মিরাজের বলে ভুল-বোঝাবুঝিতে রান আউট কাইল মায়ার্স।

মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। ৬ষ্ঠ উইকেটে ২৬ রানের জুটি বিপর্যয়ে আশা দেখালেও দলীয় ৬৭ রানে সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। এক ওভার পরেই হাসান মাহমুদের বলে বোল্ড নিকুমার বোনার, ৭১ রানেই উইন্ডিজের ৭ ব্যাটসম্যান সাজঘরে। বেশিদূর যেতে পারেননি রেইমন রেইফার, ৯ম উইকেটে রভমান পাওয়েল জোসেফের ৩২ রানে তিন অঙ্কের ঘরে পৌঁছে ক্যারিবিয়ানরা। শেষ উইকেটে ২৮ রান যোগ করে ব্যক্তিগত ৪১ রানে মিরাজের বলে পাওয়েল আউট হলে ১৪৮ রানেই থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

টাইগারদের পক্ষে মিরাজ ২৫ রানে সর্বোচ্চ ৪ উইকেট লাভ করেন, সাকিব ৩০ রানে ২ টি ও ফিজ ১৫ রানে নেন ২ টি উইকেট। উইন্ডিজের পক্ষে রভমান পাওয়েল সর্বোচ্চ ৪১ রান করেন। ১৪৯ রানের৷ লক্ষ্যমাত্রা তাড়া করতে ২য় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »