নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা এ দল বনাম বাংলাদেশ এ দলের মধ্যকার আনঅফিশিয়াল টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র ২৬৮ রানে অল আউট হয় শ্রীলঙ্কা-এ দল।
গতকালকের শেষ বিকেল এবাদতের ধাক্কায় লংকানরা থেমেছিলো ২২৩ রানে ৫ উইকেটের বিনিময়ে। দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে গতকালকের ধাক্কাটাই যেনো নতুন করে খেলো স্বাগতিকরা। শুরুর দিকে বেশ সাবলীল ভাবেই খেলছিলো লংকানরা। তবে মিরাজের পর পর দু ওভারে জোড়া আঘাতে সব এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের।
২২৩ রান থেকে আজ স্কোর বোর্ডে মাত্র ৪১ রান তুলতেই আঘাত হানেন মিরাজ। ইনিংসের ৮৮ এবং দিনের ১৪তম ওভারে মিরাজের জোড়া ধাক্কা সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা – এ দল।
৮৮তম ওভারের প্রথম বলেই নুরুল হাসান সোহানের গ্লাভস বন্দি করে লাহিরু উদারাকে ফেরত পাঠান মিরাজ। এক বল পরে আবার মিরাজের বলে এলবিডব্লুর ফাঁদে পরে ফিরে যান নিশান পেরিস।
৯০তম ওভারে আবারও মিরাজের জোড়া আঘাত। মিরাজ এই ওভারেও দুটি উইকেট শিকার করেন। ওভারের দ্বিতীয় এবং চতুর্থ বলে ফেরেন যথাক্রমে প্রবাথ জয়াসুরিয়া এবং মোহাম্মদ সিরাজ৷
গতদিন ৩টি উইকেট শিকারের পর আজ আবারও উইকেট নিয়ে লংকান শিবিরে একাই কাঁপন ধরিয়েছেন মিরাজ। ইনিংসে ৭টি উইকেটই তার দখলে।
লংকান শিবিরের আশার প্রদীপ হিসেবে জ্বলছিলেন ছিলেন চারিথ আশালঙ্কা। পরের ওভারে লংকান শিবিরে শেষ পেরেক ঠুকে দিয়েছেন সালাহউদ্দিন শাকিল। মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন আশালঙ্কা।
বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৭টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট নেন সালাহউদ্দিন শাকিল। এবং দুটি উইকেট শিকার করেন এবাদত হোসাইন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৬ রান বাংলাদেশ-এ দলের। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন গত ম্যাচের নার্ভাস নাইনটির শিকার জহুরুল ইসলাম অমি। ১০ রান করে ক্রিজে আছেন সাদমান ইসলাম এবং তার সঙ্গে ৪ রান করে আছেন নাজমুল ইসলাম শান্ত।