শোয়েব আক্তার »
দীর্ঘদিন ধরেই ফর্মে নেই দেশের ক্রিকেটের সম্ভাবনাময়ী খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। গেল ভারত সিরিজেও ছিলেন উইকেট শূণ্য।রান দিয়েছেন দুহাত ভরে।তবে,ভারত সিরিজের পর নিজের ফর্ম ফিরে পেতে কোন ছুটি না কাটিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুস্তাফিজ।
নিজের প্রথম ম্যাচে পুরোনো মুস্তাফিজ কে ফিরে পাওয়ার আভাস ও দিতে শুরু করেছিলেন ফিজ। তবে একই ম্যাচে মুদ্রার এপিঠ ওপিঠ দেখে নিলেন তিনি।
প্রথম তিন ওভারে মাত্র ১২ রান নিয়ে মূল্যবান দুটি উইকেট তুলে নিলেও শেষ ওভারে রান দিয়েছেন ২৬ রান!ওভারের প্রথম চার (নো-বল একটি) বলে পরপর চারটি ছয় হাঁকিয়ে মুস্তাফিজের লাইন-ল্যান্থ এলোমেলো করে দেন দাসুন শানাকা।
এরই মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সবচেয়ে বড় ছক্কা দেখলেন মাঠের দর্শকরা।কুমিল্লা ওয়ারিয়র্সের ইনিংসের ১৯ তম ওভারের চতুর্থ বল কে মিরপুরের গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদে পাঠিয়েছেন দাসুন শানাকা। রেকর্ড জানা না গেলেও ধারণা করা হচ্ছে এটিই মিরপুরের সবচেয়ে বড় ছয়।
এর আগে বিপিএলের প্রথম আসরে এমন বিশাল ছক্কা হাঁকিয়ে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। লেগ স্পিনার নূর হোসেন মুন্নাকে গ্র্যান্ডষ্ট্যান্ডের ছাদে পাঠিয়ে তিনি সেবার শতক পূর্ণ করে ছিলেন। দাসুন শানাকা আজ এই বিশাল ছয়ের মাধ্যমে নিজের অর্ধ-শতক পূর্ণ করেন।