মিরপুরে কোচ ডমিঙ্গোর সঙ্গে মাশরাফির বৈঠক!

মারুফ ইসলাম ইফতি »

আজ মিরপুরে বিসিএলের ম্যাচ চালাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে সৌজন্য বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।কোচ ও অধিনায়কের এই আলোচনার টেবিলে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।

আজ মিরপুরে বিসিএলের ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচ চালাকালীন সময়ে বিসিবির পরিচালনা বিভাগের কক্ষে বসেই নিজেদের মধ্যে আলোচনা সম্পূর্ণ করেন দুজন।এই সময়ে কোচের সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ খোলামেলা ভাবে আলোচনা করেন মাশরাফি।জানা গেছে কোচের পরামর্শ অনুযায়ী আসন্ন ডিপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

কোচের সঙ্গে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত ভাবে জানা না গেলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানানঃ মাশরাফির কোচের সাথে দেখা করতে এসেছিল।সে নিজের ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কোচের সাথে আলাপ করেছে।মাশরাফি জানিয়েছে সে ডিপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।আর জিম্বাবুয়ে সফর নিয়ে ওর সাথে কথা হয়নি তাই এই ব্যাপারে সে কিছুই জানায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »