“মিরপুরের আকাশে শঙ্কার কালো মেঘ”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ – জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠার কথা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের। খেলা শুরু হবে আজ সন্ধ্যা ৬ঃ৩০ টায়। তবে এ ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কার। বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ। গতরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে মিরপুরের আকাশে, যা এখন পর্যন্তও স্থায়ী রয়েছে। আর এতে করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ পণ্ড হওয়ার আশঙ্কা বাঁধিয়েছে। হারের বৃত্তে আবদ্ধ থাকা স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা ছিলো গত বছরের ডিসেম্বর মাসে। অর্থাৎ গত ৮ মাস বিরতির পর, আজ (১৩ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ দল। আর এ ম্যাচেই আসতে পারে বৃষ্টির বাঁধা! উল্লেখ্য, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৯ বার। আর এই ৯ বারের দেখায়, জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ জয়ের বিপরীতে টাইগাররা পেয়েছে ৪ পরাজয়ের তেতো স্বাদ। বাংলাদেশঃ ৫-৪ জিম্বাবুয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »