https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসর। ইতোমধ্যে আসরে অংশ নেয়া সবগুলো দল নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। কয়কটি দল নিজেদের দ্বিতীয় ম্যাচও খেলেছে প্রতিপক্ষের সাথে। তবে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারত এখন পর্যন্ত খেলেনি কোনো ম্যাচ।
আগামীকাল (বুধবার) সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। আর এর আগে সংবাদ সম্মেলনেই ভারতীয় মিডিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বন্দ্ব এতটাই চরম আকার ধারন করেছে যে সকল সাংবাদিকরা বয়কট করেছেন সংবাদ সম্মেলন!
ভারতীয় মিডিয়ার দাবি বিশ্বকাপ এলেই ক্রিকেট দলের সাথে মিডিয়ের সম্পর্কের টানাপড়েন শুরু হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বিশ্বকাপের স্কোয়াডে না থাকা দুই ক্রিকেটার মোহাম্মদ খলিল, আভেশ খান এবং দিপক চাহারকে সংবাদ সম্মেলনে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এতেই ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বয়কট করার ঘোষণা দিয়েছেন ভারতের সাংবাদিকরা।
ভারতী ক্রিকেট দলের এহেন আচরণ বেশ অপমানের সামিল দেখছেন সাংবাদিকরা। দলের কোনো সিনিয়র ক্রিকেটার বা কোচ সংবাদ সম্মেলনে না থাকার কারণেই ক্ষোভ ঝেড়েছেন সাংবাদিকরা।
এদিকে এই সংবাদ সম্মেলন বয়কট করলেও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকরা থাকবেন বলে জানা গিয়েছে।